মেমোরি কার্ড থেকে ডিলিট হওয়া ডাটা ফিরিয়ে বা রিকভার করতে হয় কারণ মাঝে মাঝে নিজেদের একটু ভুলের কারণে বা অনাকাঙ্খিত ভাবে মেমোরি কার্ড থেকে ছবি,কল রেকর্ড,অডিও,ভিডিও এবং বিভিন্ন ফাইল ইত্যাদি সব ডাটা ডিলিট বা ফরম্যাটও হয়ে যায় । এভাবে হারিয়ে যায় অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য-সহ প্রয়োজনীয় অনেক অনেক ছবি।এইসব ছবি,কল রেকর্ড,অডিও,ভিডিও এবং ফাইল কিভাবে ফিরিয়ে আনার বা রিকভার করার উপায় অনেকেই জানে না ।তবে আপনি নিচের ধাপ গুলো অনুসরণ করলেই খুব সজজেই ডিলিট হওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফিরিয়ে আনতে পারবেন আপনার আর কারো কাছে যেতে হবে না ।
আসুন জেনে নেই ডিলিট করা ডাটা কোথায় যায়?
আপনি যখন প্রথমবারের মতো ছবি,কল রেকর্ড,অডিও,ভিডিও এবং বিভিন্ন ফাইল ইত্যাদি ডিলিট করেন তখন এটি ট্রাস বিন নামক একটি অবস্থানে জমা হয় ।আপনার ডিলিট করা ডাটা গুলো বেশ কিছুদিন ট্রাস বিনে জমা থাকে তারপর কিছু দিন পর স্থায়ী ভাবে ডিলিট হয়ে যায়।আপনি কিভাবে সহজেই ট্রাস বিন থেকে ডাটা গুলো পুনরায় রিকভার করবেন এই সম্পর্কে পুরো পোস্টটিতে আলোচনা করা হয়েছে।
ডিলেট হয়ে যাওয়া ডাটাগুলো রিকভাররিকভার করার ধাপসমূহ :
ধাপ-১: প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।এটি খুবই কার্যকরী ডাটা রিকোভারী সফ্টওয়্যার।
Link
ধাপ-২: ডাটা রিকোভারী সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে তারপর সফটওয়্যারটি ইন্সটল করে নিন।এই সফটওয়্যারটি ব্যবহার করে ডিলিট হওয়া ছবি,কল-রেকর্ড,অডিও,ভিডিও এবং ফাইল ইত্যাদি ফিরিয়ে বা রিকভার করবো আমরা।
ধাপ-৩: কম্পিউটার বা ল্যাপটপের সাথে মেমোরি কার্ড / পেনড্রাইভটি যুক্ত বা কানেক্ট করুন যেটি থেকে আপনার ডাটা ডিলেট হয়েছে ।
ধাপ-৪: I Care Data Recovery সফটওয়্যারটি ইন্সটল করা হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করুন। তারপর ফাইলে থাকা কী(key) বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সফটওয়্যার টি অ্যাক্টিভ করে নিন
ধাপ-৫: সফটওয়্যার টি একটিভ করা হয়ে গেলে Deep Scan Recovery / Format Recovery যেকোনো একটি অপশন ক্লিক করুন।
ধাপ-৬ : মেমোরি কার্ড / পেনড্রাইভটি সিলেক্ট করে Recover (রিকভার ) বাটনটি ক্লিক করুন ।
তারপর কিছুক্ষন অপেক্ষা করুন
ধাপ-৭ : স্ক্যানিং বা রিকভারি শেষে অটোমেটিক ভাবে আরেকটি পেজে নিয়ে যাবে তারপরে Show Files অপশনটিতে ক্লিক করুন।
ধাপ-৮ : এখন Raw Files নামে ফোল্ডারটি খুজেঁ বের করুন এবং Raw Files সাথে থাকা Box টি টিক চিহ্ন দিয়ে নিচের দিকে থাকা Save Files ক্লিক করুন তারপর।
আপনার কম্পিউটার বা ল্যাপটপের ড্রাইভটি সিলেক্ট করুন।
এখন কিছুক্ষন অপেক্ষা করুন কম্পিউটার বা ল্যাপটপের ড্রাইভে ডিলেট হয়ে যাওয়া ডাটা চলে আসবে।
বিশেষ দ্রষ্টব্য : ছবি,কল রেকর্ড,অডিও,ভিডিও এবং বিভিন্ন ফাইল রিকভার করতে কোনো সমস্যা হলে বা কোন জায়গায় বুঝতে না পারলে নিচের লিংক দেওয়া ভিডিও টি দেখে নিন –
জেনে নিন : স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা জরুরি
ফ্রিল্যান্সিং কি? নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবে তার সম্পূর্ণ গাইডলাইন (A TO Z)