আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ | Armed Forces and Army Medical Admission Notice 2022-23 | AFMC Medical Admission Circular 2023 :
বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC) ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের (২০২২-২০২৩) শিক্ষাবর্ষের মেডিকেল এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ১৩ ফেব্রুয়ারি,২০২৩ তারিখ প্রকাশ করেছে। HSC-22 পরীক্ষার্থীদের আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১১ই মার্চ, ২০২৩ তারিখে, শনিবার অনুষ্ঠিত হবে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বাংলাদেশী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩ (AFMC Medical MBBS) কোর্সে 2022-23 সেশনের ভর্তি বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য নিচে দেওয়া হল:
- ভর্তি পরীক্ষার তারিখ : ১১ মার্চ, ২০২৩।
- ভর্তি পরীক্ষার সময়: শনিবার, বিকাল ০৩:০০টা হতে ০৪:০০ টা পর্যন্ত।
- আবেদনের শুরুর তারিখ : ১৩ ফেব্রুয়ারি,২০২৩
- আবেদনের শেষ তারিখ : ২৩ ফেব্রুয়ারি,২০২৩
- প্রবেশপত্র বিতরণ ( ডাউনলোড) : ০৬ মার্চ, ২০২৩ হতে ১০ মার্চ,২০২৩
- আবেদন ফি: ১০০০ টাকা।
- সেকেন্ড টাইম : আছে ( কিন্তু ৫% মার্ক্স কর্তন করা হয়)
- ক্যালকুলেটর: ব্যবহার করা যাবে না।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে দুটি ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ :
১) আর্মি মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩- এর এমএমসি ক্যাডেট ক্যাটাগরি:
বিজ্ঞান বিভাগ হতে ২০১৯/ ২০২০ সালে এসএসসি এবং ২০২১/২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি এর মোট জিপিএ-১০ থাকতে হবে।
২) এএফএমসি- এর এএফএমসি ক্যাডেট ও ৫ টি আর্মি মেডিকেল কলেজের ক্যাডেট ক্যাটাগরি:
বিজ্ঞান বিভাগ হতে ২০১৯/ ২০২০ সালে এসএসসি এবং ২০২১/২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি এর ন্যূনতম জিপিএ-৯.০০ থাকতে হবে। তবে শুধুমাত্র উপজাতিদের ক্ষেত্রে প্রাপ্ত মোট জিপিএ- ৮. ০০ হলেও গ্রহণযোগ্য হবে।
কিন্তু এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটি বিষয়ে জিপিএ-৩.৫০ এর উপরে থাকতে হবে।
★ সকলের ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান এর নূন্যতম জিপিএ-৪.০০ হতে হবে।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে প্রার্থীদের নিম্নোল্লিখিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে:
- পুরুষদের যোগ্যতা : উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫৪ কেজি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি।
- মহিলাদের যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি ,ওজন ৪৬ কেজি ,বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি।
- দৃষ্টিশক্তি : প্রতিটি চোখের ক্ষীণ দৃষ্টি ও দূরদৃষ্টি ২.৫ ডায়াপ্টার এর বেশী এবং বিষমদৃষ্টি ১.০ ডায়াপ্টারের বেশী হলে গ্রহণযোগ্য হবে না।
- শ্রবণশক্তি: গ্রহণযোগ্য সীমার মধ্যে হতে হবে।
AFMC Medical Admission Circular 2023 More Details In English Version:
Armed Forces and Army Medical Admission Test Notice 2023 in Bangladesh has been announced now. AFMC Medical College Admission Test in MBBS Course for the academic session 2022-23 in Bangladesh will be organized on 1th March 2023 (Saturday).
Armed Forces and Army Admission Circular 2023 More Details Information at a glance :
- Exam Date: 11 March, 2023
- Exam time: Saturday, 03:00 PM to 04:00 PM
- Online Application Start: 13 February, 2023
- Last Date of Application: 23 February, 2023
- Distribution of Admit Card (Download): March 06, 2023 to March 10, 2023
- Application Fee: BDT. 1000/-
- Application Process: Online Apply
- Official website: http://afmc.teletalk.com.bd
Armed Forces and Army Admission Educational Qualification for MBBS:
- Group: Science
- Nationality: Bangladeshi
- SSC Passing year: 2019 or 2020
- HSC Passing year: 2021 or 2022
- GPA: 10:00 or 9.00 (Total of SSC & HSC)
★ In Each Subject of SSC & HSC: Minimum GPA – 3.50.
★In Biology of HSC: At least GPA- 4.00
AFMC Medical Admission Mark Distribution:
Subject & Marks
- Biology 30
- Chemistry 30
- Physics 30
- English 05
- General Knowledge 05
- MCQ total Mark 100
- From Result, SSC (25%) + HSC (75%) = 100
★ Total Marks:- 200
★Total Time :- 1 Hour
★Number cut for the wrong answer:- 0.25
★Pass Mark:- 40
Read More: Medical Admission Notice 2022-23 | MBBS Medical Admission Circular 2023
Armed Forces Medical College Admission Circular 2023 Colleges and Number of Seats:-
College Name | Number of Seats |
Army Medical College, Bogra | 50 |
Armed Forces Medical College | 150 |
Army Medical College, Chittagong | 50 |
Army Medical College, Jessore | 50 |
Army Medical College, Comilla | 50 |
Admission Application Process for AFMC Teletalk Circular 2023:
- Click the “Apply Now” button above.
- Click on the Application Form option.
- If you are a Teletalk all jobs Premium Member then Write your User ID or Select No and click the Next Button.
- You will get the Armed Forces and Army Medical Admission 2022-23 application form and then Correctly Fulfill.
- When you Fulfill the application online form then you will get a User ID On the Applicant’s Copy. Using This User ID you have to submit the application fee from TeleTalk Sim By SMS.
How to Payment Army Medical Admission Circular Application Fee:
Basically, The application fee is by sending Two SMS through TeleTalk Prepaid SIM.
- Type SMS: MBBS <space> User ID and send to 16222.
- Type SMS: MBBS <space> Yes <space> PIN <space> Centre Code and send to 16222.
Stay connected with Chakri Seba to get updates regarding the next admission text.
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ/আর্মি মেডিকেল কলেজ এর অফিসে যোগাযোগ করার কোনো উপায় আছে?