মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST) ভর্তি বিজ্ঞপ্তি সেশন – 2022-23 (MIST Admission Circular 2023) :
মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST) 2022-23 সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (Military Institute of Science and Technology Admission Notice 2022-23)। HSC-22 পরীক্ষার্থীদের MIST ভর্তি পরীক্ষা আগামী ১৮ই মার্চ,২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। অনলাইনে মাধ্যমে বাংলাদেশী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST) 2022-23 সেশনের ভর্তি বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য নিচে দেওয়া হল:
- ভর্তি পরীক্ষা : ১৮ মার্চ, ২০২৩।
- আবেদনের শুরুর তারিখ : ১৯ ফেব্রুয়ারি,২০২৩
- আবেদনের শেষ তারিখ : ০৩ মার্চ,২০২৩
- আবেদন ফি: ১০০০ টাকা( A ইউনিট)এবং ১২০০ টাকা (A+B ইউনিট)
- সেকেন্ড টাইম : আছে ( কিন্তু ৫% মার্ক্স কর্তন করা হয়)
- ক্যাকুলেটর: ব্যবহার করা যাবে( নন-প্রোগ্রামেবল যে কোনো ক্যালকুলেটর)
MIST আবেদন যোগ্যতা:
★ বিজ্ঞান বিভাগ হতে ২০১৯ এবং ২০২০ সালে এসএসসি তে নূন্যতম জিপিএ 4.00 ( ৪র্থ বিষয় ব্যতীত) পেতে হবে।
★ বিজ্ঞান বিভাগ হতে ২০২১ এবং ২০২২ সালে এইচএসসি তে পদার্থবিজ্ঞান,রসায়ন,উচ্চতর গণিত ও ইংরেজি এই চারটি বিষয়ে মোট জিপিএ ন্যূনতম 17.00 থাকতে হবে।
MIST Admission Exam Process | পরীক্ষা পদ্ধতি :
MIST ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনেই প্রশ্নপত্র হয়ে থাকে। শিক্ষার্থীরা যেকোনো একটি ভাষায় পরীক্ষা দিতে পারে। আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে থেকে ৯ মার্চ শর্টলিস্ট প্রকাশিত হবে। শুধু তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে।
MIST Admission ইউনিট A ( ইন্জিনিয়ারিং এবং আর্কিটেকচার):
বিষয় | নম্বরসমূহ |
উচ্চতর গণিত | ৮০ |
পদার্থবিজ্ঞান | ৬০ |
রসায়ন |
৪০ |
ইংরেজি | ২০ |
মোট মার্ক্স | ২০০ |
পরীক্ষার সময় | ৩ ঘন্টা |
সিলেবাস | HSC -22 পরীক্ষার সিলেবাস |
MIST ভর্তি বিজ্ঞপ্তি ইউনিট B (আর্কিটেকচার)
- বিষয় : ড্রয়িং এবং আর্কিটেকচার সম্পর্কিত।
- নম্বর: ১০০
- মোট মার্ক্স: ২০০(A)+ ১০০(B)
- পরীক্ষার সময়: (৩+২) ঘন্টা
MIST Admission Application System : আবেদন পদ্ধতি :
১৯ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে ৩ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনটি MIST-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে।
Read More : MIST Question Bank Solution Pdf