Chakri Seba

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2023 | Rajshahi University Admission Circular 2022-23

Rajshahi University Admission Circular

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ | Rajshahi University Admission Circular 2023 :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  অনলাইনে মাধ্যমে বাংলাদেশী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২,০০০ জন এবং বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। আপনার যদি স্বপ্ন থাকে একজন পাবলিকিয়ান হওয়ার, তাহলে এটি একটি সুযোগ হতে পারে স্বপ্নটি পূরণ করার। পোস্টটি সম্পূর্ণ পড়ে জেনে নিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন কখন, কিভাবে আবেদন করবেন, ভর্তি পরীক্ষা কবে হবে, পরীক্ষার মানবন্টনসহ যাবতীয় তথ্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (Rajshahi University) 2022-23 সেশনের ভর্তি বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য নিচে দেওয়া হল:

  • ভর্তি পরীক্ষা : ২৯, ৩০ ও ৩১ মে, ২০২৩।
  • প্রাথমিক আবেদনের শুরুর তারিখ : ১৫ মার্চ,২০২৩ 
  • প্রাথমিক আবেদনের শেষ তারিখ : ২৭ মার্চ,২০২৩
  • প্রাথমিক আবেদন ফি: ৫৫ টাকা।
  • সেকেন্ড টাইম : আছে। 
  • ক্যাকুলেটর: ব্যবহার করা যাবে না। 

Rajshahi University আবেদন যোগ্যতা:

মানবিক শাখা :

আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।

বাণিজ্য শাখা:

আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।

বিজ্ঞান শাখা:

উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Rajshahi University Admission Exam Process | পরীক্ষা পদ্ধতি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী  অনুষ্ঠিত হবে।

১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে ১ (এক) ঘন্টা। পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। বহুনির্বাচনি প্রতিটি প্রশ্নের মান হবে ১.২৫ । পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ (এক) নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০

Rajshahi University Admission Exam Number Distribution | মানবন্টন:

রাজশাহী বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ (ইউনিট-A):

বিষয় নম্বর প্রশ্নসংখ্যা
বাংলা ৩৫ ২৮ টি
ইংরেজি ৩৫ ২৮ টি
সাধারণ জ্ঞান ৩০ ২৪ টি
মোট ১০০ ৮০টি

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় বানিজ্য বিভাগ (ইউনিট-B):

বিষয় নম্বর   প্রশ্ন সংখ্যা
বাংলা ১০ ৮ টি
ইংরেজি ২৫  ২০ টি
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫ ২০ টি
হিসাববিজ্ঞান ২৫ ২০ টি
আইসিটি ১৫ ১২ টি
মোট ১০০ ৮০ টি

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ (ইউনিট-C):

বিষয় নম্বর প্রশ্ন সংখ্যা
পদার্থ ৩১.২৫ ২৫ টি
রসায়ন ৩১.২৫ ২৫ টি
আইসিটি ৬.২৫ ৫ টি
জীববিজ্ঞান+গনিত ৩১.২৫ ২৫ টি
মোট ১০০ ৮০টি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ (আবেদন পদ্ধতি):

১৫ মার্চ, ২০২৩ থেকে ২৭ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে। আবেদনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে।

Rajshahi University Admission 2023 Website Link: http://admission.ru.ac.bd

প্রাথমিক আবেদনের ফলে উত্তীর্ণ শিক্ষার্থীরাই চূড়ান্ত আবেদন করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের  সুযোগ পাবে। চূড়ান্ত আবেদন ৪ দফায় সম্পন্ন হবে।

Rajshahi University Admission Application Fee | আবেদন ফি:

  • ইউনিট A (মানবিক): ১৩২০ টাকা (চার্জসহ)
  • ইউনিট B (বাণিজ্য): ১১০০ টাকা (চার্জসহ)
  • ইউনিট C (বিজ্ঞান): ১৩২০ টাকা (চার্জসহ)

 

Rajshahi University Admission Circular 2023 

Rajshahi University Admission Circular 2023

Rajshahi University Admission Circular 2023 (2)

ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত, অনলাইনে আবেদন পদ্ধতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ যেমন, ভর্তি পরীক্ষার রুটিন ও প্রয়োজনীয় তথ্যাবলী যথাসময়ে জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ নজর রাখুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ওয়েবসাইটটি ভিজিট করুন।

 

Leave a Comment