Chakri Seba

জেনে নিন RFL WEB DO কি এবং RFL WEB DO ব্যবহার করে কিভাবে পণ্যের অর্ডার করবেন

RFL WEB DO
RFL Web DO

   

Log In

RFL WEB DO কি? | What is Pran WEB DO:

RFL WEB DO হচ্চে এমন একটি ওয়েবসাইট যেটি ব্যবহার করে একজন ডিলার বা বিক্রয় প্রতিনিধি আরএফএল কোম্পানির নিকট তার পণ্যের অর্ডার প্রদান, টাকা পরিষদের বিস্তারিত তথ্য সহ আরোও বেস কিছু বিষয় জানতে পারে। আরএফ এল এর ডিলার বা বিক্রয় প্রতিনিধি RFL WEB DO করে খুব সহজেই পণ্যের অর্ডার করতে অপরে এবং পণ্যের স্টক সম্পর্কে জানতে পারছে। 

RFL WEB DO ব্যবহার করে কিভাবে পণ্যের অর্ডার করবেন:

  1. প্রথমে RFL WEB DO এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এক্ষত্রে আপনি আপনার এন্ড্রোয়েড মোবাইল ফোনে, কম্পিউটার এবং ল্যাপটপ এর মধ্যেমে প্রবেশ করতে পারেন।
  2. RFL WEB DO এর ওয়েবসাইটে প্রবেশ করার পর একটি ফ্রম আসবে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখার দুইটি ঘর রয়েছে। তারপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে লগ ইন বাটুনে ক্লিক করবেন। আর আপনি যদি পরিবর্তে লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করে রাখতে চান তাহলে Remember me next time সাথে থাকা ছোট ঘরটি  ট্রিক মার্ক দিয়ে লগ ইন বাটুনে ক্লিক করবেন।
  3. লগ ইন সম্পর্ণ হলে নতুন একটা পেজ আসবে আর বাম দিকে কিছু অপসন পাবেন RFL WEB DO তে পণ্য অর্ডার দেওয়ার জন্য।

চলুন দেখি RFL WEB DO Login তে পণ্য অর্ডার করার জন্য কি কি অপসন রয়েছে :

  • Order Entry (অর্ডার এন্ট্রি)
  • Active Order (একটিভ অর্ডার)
  • product info (প্রডাক্ট ইনফো)
  • Undelivered ( আনডেলিভারিড)
  • Damage entry (ড্যামেজ এন্ট্রি)
  • Damage Approve status (ড্যামেজ এপ্রুভ স্ট্যাটাস)
  • MR status (এম আর স্ট্যাটাস)
  • Cancel do (ক্যান্সার ডো)
  • Hidden do ( হিডেন ডো)
  • Incentive offer (ইনঅ্যাক্টিভ অফার)
  • Complain (কমপ্লেইন)
  • Change password (চেঞ্জ পাসওয়ার্ড)
  • Log out (লগআউট)

বি দ্রঃ ওয়েবসাইট আপডেটের করণে অপসন গুলো তে কিছু ভিন্ন তা থাকতে পারে ।

WWW RFL Web Do তে কিভাবে Order Entry করবেন জেনে রাখুন :

কোনো পণ্য অর্ডার করার জন্য প্রথমেই Order Entry (অর্ডার এন্ট্রি)তে ক্লিক করবেন। অর্ডার এন্ট্রি সম্পূর্ণ করার পর Active Order (একটিভ অর্ডার) ক্লিক করবেন। আর একটিভ অর্ডার কাজ হচ্ছে আরএফএল ডিলার বা বিক্রয় প্রতিনিধির ডিউ টাকে পাস করা মাধ্যেমে অর্ডার আবেদন কমপ্লিট করা। তারপর Product Info (প্রডাক্ট ইনফো) তে দেখতে পারবেন আপনার গ্রুপে কি কি মাল আছে তার একটি লিস্ট দেওয়া আছে।

এই ছাড়াও আরো বেশ কিছু অপশন রয়েছ আরএফএল ওয়েব ডিউ ওয়েবসাইটে । যেমন: এই ছাড়াও আরো বেশ কিছু অপশন রয়েছ আরএফএল ওয়েব ডিউ ওয়েবসাইটে । যেমন: ডিলার নাম, প্রোডাক্ট Code, Item quantity Group, Due Balance, MR, CREDIT ইত্যাদি ।

Leave a Comment