জেনে নিন কিছু সরকারি চাকরির প্রস্তুতির টিপস যা দারুণ কার্যকরী || BD Govt Job Preparation Tips or Bangladesh Government Jobs Preparation Tips for Student:
বর্তমান সময়ে চাকরির বাজারে সরকারি চাকরি যেন সোনার হরিণ। সবারই লক্ষ্য থাকে একটি সরকারি চাকরি বাগিয়ে নেওয়া।কারণ যদি বলি তবে প্রথমেই আসে জব সিকিউরিটির কথা। এছাড়াও রয়েছে নানাবিধ সুবিধা যেমন বাসস্থানের সুবিধা, চিকিৎসা সুবিধা, মাসের শুরুতেই বেতন প্রাপ্তি, ভাতা, আমৃত্যু পেনশন ( কিছুক্ষেত্রে স্ত্রীর মৃত্যু পর্যন্ত), প্রত্যক্ষভাবে জনসেবার সুযোগ এবং সম্মানীয় পদবী। এতসব সুবিধা পেতে হলে প্রস্তুতিটাও হতে হবে সেরা। তাই চলুন জেনে নেওয়া যাক সেরা প্রস্তুতির সেই সব হাতিয়ার:
১) লক্ষ্য যেন থাকে স্থির (The Goal Should be Fixed for Govt Job Preparation):
কোথাও যাওয়ার আগে যেমন আমাদের ডেস্টিনি নিধারণ করে তারপর চলা শুরু করতে হয়, ঠিক তেমনি চাকরির প্রস্তুতির আগে আপনাকে জব সেক্টর বিষয়ে সম্যক ধারনা নিতে হবে।তারপর নির্দিষ্ট সেক্টরকে টার্গেট ধরে সেই অনুযায়ী প্রস্তুতিটাকেও এগিয়ে নিতে হবে।
এখন আসা যাক জব সেক্টররের কথায়,
এক্ষেত্রে অনেকেই ভাবেন যে,সরকারি চাকরি মানেই বিসিএস। এটি একটি ভ্রান্ত ধারনা মাত্র। সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ার জন্য Bangladesh Civil Service বা বিসিএস এর ২৬টি ক্যাডার যেমন আছে তেমনি আরও আছে বিভিন্ন ব্যাংকসমূহে চাকরি,সামরিক বাহিনীর বিভিন্ন পোস্টে চাকরি,বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলোতে চাকরি,ইন্জিনিয়ার ও টেকনিশিয়ানদের জন্য প্রকৌশলী পদে চাকরি,সরকারি গোয়েন্দা সংস্থাতে (ডিজিআই,এনএসআই) চাকরি ইত্যাদি। তাই যে সেক্টরকেই টার্গেট ধরে আগানো হোক না কেন প্রস্তুতিটা হতে হবে গোছানো।
২) সরকারি চাকরির প্রশ্নকাঠামো এনালাইসিস (Question Structure Analysis for Govt Job Preparation):
যেকোনো পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়ার জন্য প্রস্তুতির প্রথম ধাপই হলো পরীক্ষার প্রশ্নপদ্ধতি এবং মানবন্টন সম্পর্কে সুচারু ধারণা। এছাড়াও কোন কোন বিষয়ে কেমন প্রশ্ন হয়ে থাকে তা বিগত বছরের প্রশ্নগুলো থেকে আয়ত্ত করা।সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান ( বাংলাদেশ ও আন্তর্জাতিক), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষত কম্পিউটার, সাধারন বিজ্ঞান ইত্যাদি বিষয়গুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। এজন্য আপনার নির্ধারিত চাকরির মানবন্টন জেনে প্রস্তুতি শুরু করুন।
এছাড়া চাকরি সংশ্লিষ্ট ওয়েবসাইট ফলো করে জেনে নিন সিলেবাস, সেই বিষয়ক বইয়ের ধারনা, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য।
৩) সরকারি চাকরির প্রস্তুতির পড়ার কলাকৌশল (Government Jobs Preparation Reading Strategy):
চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হলো এত দীর্ঘ সিলেবাস কমপ্লিট করা। এই সমস্যার সম্মুখীন সকল চাকরি প্রার্থীদেরকেই হতে হয়।
★ প্ল্যান অনুযায়ী রুটিন করে পড়া:
চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় এই সমস্যাকে না বলার একমাত্র উপায়ই হলো রুটিনমাফিক পড়াশোনা। সঠিক পরিকল্পনার মাধ্যমে রুটিন করে নিলে সকল সাবজেক্টেরই প্রতিটা চ্যাপ্টার ধীরে ধীরে কমপ্লিট হতে থাকবে।ফলে এক সাবজেক্ট পড়তে গিয়ে যেমন আরেক সাবজেক্ট নিয়ে টেনশন করতে হবে না তেমনি সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতেও তেমন কষ্ট করতে হবে না।
★ বেশী সময় পড়ার মনোযোগ ধরে রাখা :
আপনি কি বেশী সময় পড়ার মনোযোগ ধরে রাখতে পারেন না? তাহলে পোমোডোরো টেকনিকটাই হতে পারে নিনঞ্জা টেকনিক। আসুন জেনে নেই পোমোডোরো টেকনিকটা কি বা কেমন?
১৯৮০-এর দশকের শেষে Francesco Cirillo নামক ব্যক্তি এই পোমোডোরো টেকনিকটি উদ্ভাবন করেন। এটি মূলত টাইম মেনেজমেন্ট সম্পর্কিত। অর্থাৎ একটানা পড়াশোনা না করে একটা পড়ার বিষয় নির্ধারন করে ২৫ মিনিট পড়ে, তারপর ৫ মিনিট বিরতি নেওয়া। এভাবে একটা সাইকেল পূর্ণ হয়। এরকম ভাবে তিন থেকে চারটা সাইকেল পূর্ণ হলে ১ ঘন্টার বিরতি নিয়ে আবার শুরু করা।
এছাড়া পড়াশোনা করার জন্য একটা স্বস্তিকর পরিবেশ ও স্থান বেছে নেওয়া যেখানে আপনার পড়াশোনা ছাড়া অন্য কিছু করার উপায় থাকবে না বা করবেন না। তাহলে একটা সুস্থ মাইন্ড সেটআপ থাকবে এবং আপনার মনোযোগ ধরে রাখতেও সহায়ক হবে।
সর্বোপরি অগ্রজদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যা আপনার এই পথ পাড়ি দিতে বহুগুণ সহায়তা করবে।
★★★যে ভুল করা কখনোই উচিত নয়
১) প্রথমত সোসালমিডিয়াকে আপনি প্রয়োজনমতো ব্যবহার করবেন কিন্তু সোস্যালমিডিয়া যেন আপনাকে না ব্যবহার করে অথার্ৎ সোস্যাল মিডিয়ায় আসক্ত হওয়া যাবে না।
২) ইতিবাচক মনোভাব নিয়ে প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে হবে। একটা পরীক্ষা আপনার অনুকূলে না আসলেও আত্মাবিশ্বাসের সাথে চেষ্টা করতে হবে।
৩) নিজের দক্ষতা অনুযায়ী লক্ষ্য ঠিক করে আগাতে হবে। প্রস্তুতির ধারা পরিবর্তন করা যাবে না।
সুতরাং সঠিক পরিকল্পনায় পরিশ্রম করে যান ধৈর্য সহকারে,সাফল্য আসতে বাধ্য।
[…] […]