How to E Passport Status Check Online || জেনে নিন অনলাইনে ই পাসপোর্ট চেক করার পদ্ধতি:
আপনি যদি নতুন পাসপোর্ট বা আপনার পাসপোর্ট টি রিনিউ করার আবেদন করে থাকেন তাহলে পাসপোর্ট অফিস এ না গিয়ে জানতে পারবেন আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা। নিচের ধাপ গুলো অনুসরণ করে অনলাইনের মধ্যেমে ই পাসপোর্ট চেক করতে পারবেন।
ই পাসপোর্ট চেক করার নিয়ম (E Passport Check) করতে যেসব তথ্য প্রয়োজন:
- Application ID অথবা Online Registration ID (OID)
- জন্ম তারিখ বা Date of Birth
প্রথমত আপনার আবেদনকৃত পাসপোর্টের (Epassport Check Online) বর্তমান অবস্থা সম্পর্কে জানতে প্রয়োজন আপনার পাসপোর্ট আবেদনের Online Registration ID (OID) বা Application ID প্রয়োজন হবে। দ্বিতীয়ত প্রয়োজন হবে পাসপোর্ট আবেদনে দেয়া জন্ম তারিখ। আর Online Registration ID বা OID পাবেন আপনার ই পাসপোর্ট অনলাইন আবেদন ফ্রম এর Application Summery পেইজ থেকে । তাছাড়া আপনি Registration Form থেকেও Application ID এবং OID জানতে পারবেন।
Rubel Hossain